আজঃ শুক্রবার ২২-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে ককটেলসহ বিএনপির ৯ জন নেতাকর্মী আটক

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০৬ Oct ২০২৩
  • / পঠিত : ২৫৫ বার

যশোরে ককটেলসহ বিএনপির ৯ জন নেতাকর্মী আটক

যশোরে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মীকে ১০টি ককটেল বোমাসহ আটক করেছে পুলিশ। শহর ওশহরতলীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।


আটককৃতদের বিরুদ্ধে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই নাজমুল
হাসান ও কোতোয়ালি থানার এসআই শরীফ আল মামুন বাদী হয়ে এ ঘটনায় ৩৭ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছেন।

আটককৃতরা হলেন, যশোর শহরের বারান্দীপাড়া মেঠো পুকুরপাড় এলাকার মৃত আবুল হোসেনের ছেলে বাবু, সদর উপজেলার হাটবিলা গ্রামের
সুলতানের ছেলে সুমন, চুড়ামনকাটি গ্রামের উত্তারপাড়ার মোশারফ হোসেনের ছেলে মেহেদী হাসান, ছোট বালিয়াডাঙ্গা গ্রামের মনু


মিয়ার ছেলে রাসেল হোসেন, রূপদিয়ার আব্দুল খালেক সরদারের ছেলে ইকরামুল ইসলাম, মৃত আবু জাফর খানের ছেলে লাইচ খান, জিরাট
 গ্রামের ওমেদ আলীর ছেলে সরোয়ার হোসেন, সাড়াপোলের ইসহাক আলী গাজীর ছেলে আলী কদর ও যোগীপাড়া গ্রামের আফসার আলী মোল্লার
ছেলে জসিম উদ্দিন শেখ।

থানার এসআই শরীফ আল মামুনের দায়ের করা মামলার পলাতক আসামিরা হলো, সদর উপজেলার হামিদপুর গ্রামের শাহাজান আলীর ছেলে শফিকুল
ইসলাম, ইসরাইল হোসেনের ছেলে জুম্মান হোসেন, চুড়ামনকাটি গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে মেহেদী হাসান বাচ্চু,বাগডাঙ্গা গ্রামের মৃত মোফাজ্জেল সরদারের ছেলে ফিরোজ হোসেন,ফুলবাড়ি গ্রামের ইসহাক শেখের একরামুল হোসেন, মধুপুর গ্রামের


আব্দুল মান্নানের ছেলে আজাদ হোসেন, কিসমত নওয়াপাড়ার মফজেল বিশ্বাসের ছেলে সিরাজ উদ্দিন, এড়েন্দা গ্রামের বাবুলের ছেলে নুরুন্নবী, উপশহর বি ব্লকের মৃত কাজী আব্দুল বারীর ছেলে ফিরোজ আহম্মেদ, ই-ব্লকের মৃত আব্দুর রহিমের ছেলে এসএম হাফিজ শরীফ,
সাড়াপোলের ইসহাক গাজীর ছেলে মাসুদ হোসেন, চাঁচড়া
গোলদারপাড়ার মৃত শামসুর রহমান গোলদারের ছেলে মেহেদী হাসান তোতা, বালিয়া ভেকুটিয়ার নিজাম উদ্দিনের ছেলে বাবলু, নরেন্দ্রপুর


গ্রামের খন্দকারপাড়ার মৃত আব্দুর রউফের ছেলে ফারুকুজ্জামান রাসেল,
বলরামপুরের ওলিয়ার রহমানের নাজমুল হোসেন ও হাটবিলা জামতলার নুরুল হকের ছেলে আফজাল হোসেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba