আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ছবি তুলতে বাধা, সংবাদিকদের ব্রিফ করেনি ইসি সচিব!

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০৬ Oct ২০২৩
  • / পঠিত : ১২৬ বার

ছবি তুলতে বাধা, সংবাদিকদের ব্রিফ করেনি ইসি সচিব!

ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) এক সভায় সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইসি সচিব মো. জাহাংগীর আলমের বিরুদ্ধে। এমনকি সভা শেষে সাংবাদিকদের কোনো ব্রিফ না করেই তিনি নিজ কক্ষে চলে যান।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে কমিশনের একটি প্রস্তুতি সভা ছিল। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাধারণত সভার শুরুতে ছবি তুলে থাকেন সাংবাদিকরা। কিন্তু অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের বাধা দেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। এরপর সভা শেষে সাংবাদিকরা সচিবের কাছে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে জানতে চান। কিন্তু তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন জানিয়ে নিজ কক্ষে চলে যান। এরপর সাংবাদিকরা সিইসি কাজী হাবিবুল আউয়ালের কাছে গেলে তিনি সচিবকে ফোন করে সাংবাদিকদের ব্রিফ করার নির্দেশ দেন। এরপর সাংবাদিকরা প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পরও ইসি সচিব কোনো ব্রিফ করেননি। এ সময় সাংবাদিকরা তার কাছে গেলে সচিব বলে ওঠেন, কিসের ব্রিফিং, কোনো ব্রিফিং হবে না।

এ বিষয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি মো. সাইদুর রহমান বলেন, ইসি সচিবের দুর্ব্যবহারের বিষয়ে সাংবাদিকরা আমাকে জানিয়েছেন। তার এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার বাধা। বিষয়টি নিয়ে আমি উদ্বেগ প্রকাশ করছি। প্রধান নির্বাচন কমিশনার স্বয়ং সচিবকে টেলিফোনে সংবাদ সম্মেলন করতে বলেছেন। কিন্তু তিনি সিইসির নির্দেশ অমান্য করে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। আমরা এই বিষয়টি সিইসিকে সাংগঠনিকভাবে জানাব।

অভিযোগের বিষয়ে ইসি সচিব জাহাংগীর আলম গণমাধ্যমকে বলেন, সাংবাদিকদের সঙ্গে অভদ্র আচরণের অভিযোগ সত্য নয়। সাংবাদিকদের সঙ্গে কথাই বলিনি, সেখানে দুর্ব্যবহার কীভাবে হবে।

সিইসি বলার পরেও ব্রিফিং না করার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব জানান, এটা তার ও প্রধান নির্বাচন কমিশনারের মধ্যকার বিষয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba