আজঃ শুক্রবার ২০-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নিজেদের বিমানই গুলি করে নামাল রাশিয়ার সেনা

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ০৮ Oct ২০২৩
  • / পঠিত : ৬৮ বার

নিজেদের বিমানই গুলি করে নামাল রাশিয়ার সেনা

ডেস্ক: নিজেদের অত্যাধুনিক সুখোই-৩৫ বিমান গুলি করে ধ্বংস করেছে রুশ সেনা। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে ফাইটার জেটগুলিকে গুলি করে ভূপাতিত করেছে তারা । বেলারুশিয়ান মিডিয়া আউটলেট নেক্সটা দ্বারা পোস্ট করা একটি ভিডিও দেখায় যে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া ওঠার সাথে সাথে মারিউপোলের কাছে একটি মাঠে জ্বলতে থাকা বিমানের ধ্বংসাবশেষ । অসমর্থিত প্রতিবেদন অনুসারে, ভূপতিত সুখোই-৩৫ জেটের পাইলট সফলভাবে বিমান থেকে বের হতে পেরেছেন এবং তার সিনিয়রদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন। 

মারিউপোলে সুখোই-৩৫ জেট বিধ্বস্তের প্রতিবেদনের বিষয়ে রাশিয়া এখনও কোনো মন্তব্য করেনি। নিশ্চিত হলে, এক সপ্তাহের মধ্যে এটি হবে দ্বিতীয় ঘটনা যে মস্কো তার নিজস্ব সামরিক বিমানকে গুলি করে ভূপাতিত করেছে। একটি টেলিগ্রাম চ্যানেল, মিলিটারি ইনফরম্যান্ট বলেছেন, "অন্য একটি বিমান এয়ার ডিফেন্স ফায়ার থেকে হারিয়ে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ, এবার পাইলট বেঁচে গেছেন।" বন্ধু বাহিনীর হামলার এহেন ঘটনা নতুন কিছু নয়। এর আগেও নিজের বিমানই গুলি করে নামিয়েছে রাশিয়া। ডেইলি মেইল জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর, ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের টোকমাকের উপর একটি রুশ এস - ৩০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা একটি সুখোই-৩৫ জেট গুলি করা হয়। ওই ঘটনায় পাইলট নিহত হয়েছেন বলে জানা গেছে।

সুখোই-৩৫ হলো একটি সুপারম্যানেউভারেবল এয়ার সুপিরিওরিটি ফাইটার যা শত্রুপক্ষের অন্যান্য বিমানের সাথে ডগফাইট করতে এবং মাটিতে ও সমুদ্রে উভয় লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম।

বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রকের একটি মূল্যায়ন অনুসারে, রাশিয়া গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর থেকে প্রায় ৯০টি বিমান হারিয়েছে। ডেইলি মেইল অনুসারে মন্ত্রক বলেছে যে , যুদ্ধ চলতে থাকলে রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সেসের (ভিকেএস) দীর্ঘমেয়াদী কৌশলগত বিমান শক্তির অবনতি ঘটবে।সূত্র : ইন্ডিয়া টুডে

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba