আজঃ রবিবার ২৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

মেয়াদের লেভেল তুলে দই বিক্রি, জরিমানা ৪ লাখ

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৯ Oct ২০২৩
  • / পঠিত : ২১৪ বার

মেয়াদের লেভেল তুলে দই বিক্রি, জরিমানা ৪ লাখ

ডেস্ক: কক্সবাজারে শহরের হোটেল-মোটেল জোনে শৈবাল ফুড প্রোডাক্ট নামের এক বিক্রয় প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা; অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বগুড়া থেকে দই এনে মেয়াদের লেভেল তুলে ফেলে নতুন তারিখ সংবলিত মেয়াদ লেভেল লাগিয়ে দই, ফিরনি সরবরাহ করার দায়ে এই জরিমানা করা হয়। 

রোববার (৮ অক্টোবর) দুপুর আড়াই টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক এএইচএম আসিফ বিন ইকরাম এ জরিমানা করেন। এর আগে তার নেতৃত্বে কলাতলীর লেগুনা বিচ সংলগ্ন শৈবাল ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। 

বিক্রয় প্রতিষ্ঠানটির মালিক আমির হোসেন ঘটনার দায় স্বীকার করেন। তিনি বলেন, আমার প্রতিষ্ঠান থেকে শহরের বেশিরভাগ হোটেল-রেস্টুরেন্টে দই, ফিরনি, কাস্টার্ড ও পুডিং সরবরাহ করা হয়। দইগুলো আমি বগুড়া থেকে এনে গুদামে রেখে নতুন মেয়াদের লেভেল লাগিয়ে বাজারে বিক্রয় করতা। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিষয়টি জেনে আমার প্রতিষ্ঠানে অভিযার চালায়। একই সঙ্গে ৪ লাখ টাকা জরিমানা করে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অফিসার মো. আসলাম উদ্দিন জানান, আমাদের কাছে তথ্য ছিল কক্সবাজারের হোটেল-মোটেল জোন এলাকায় শৈবাল ফুড প্রোডাক্ট নামের প্রতিষ্ঠানে ভেজাল খাদ্য তৈরি করে। এছাড়া বগুড়া থেকে দই এনে মেয়াদ উত্তীর্ণ অবস্থায় নতুন মেয়াদের লেভেল লাগিয়ে দইগুলো বিক্রয় করছে। পরে বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ দই, কাস্টার্ড ও পোডিং পাওয়া যায়। এরপর আমাদের উপপরিচালক বিষয়টি খতিয়ে দেখে জরিমানা করে। 

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক এএইচএম আসিফ বিন ইকরাম বলেন, কক্সবাজার বাংলাদেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। এখানে দেশি বিদেশি লাখ লাখ পর্যটক আসেন। সকলের স্বার্থে জেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই অভিযানে দই, ফিরনি ও কাস্টার্ডে মেয়াদ লেভেল না থাকায় শৈবাল ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানের মালিক দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইনে সর্বনিম্ন ৪ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি বগুড়া থেকে দই এনে নতুন তারিখ দিয়ে লেভেল করে এসব বিপণন করেন। এসব খাবার খেলে যেকেউ কিডনি, ক্যান্সার বা যেকোনো মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। 

তিনি আরো বলেন, অভিযুক্ত ব্যক্তি জরিমানার টাকা পরিশোধ করে অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাবার আর তৈরি করবেন না বলে আমাদের মুচলেকা দিয়েছেন। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। 

অভিযানে কক্সবাজার জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিমল চাকমা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba