আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ইসরায়েলের ভয়াবহ হামলায় কোথাও যাওয়ার অবস্থা নেই ফিলিস্তিনিদের

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ১০ Oct ২০২৩
  • / পঠিত : ৬৬ বার

ইসরায়েলের ভয়াবহ হামলায় কোথাও যাওয়ার অবস্থা নেই ফিলিস্তিনিদের

ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকার শাসক ও স্বাধীনতাকামী হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণার পরপরই সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে গাজার শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে বন্দিবিনিময় ইস্যুতে কোনো আলোচনা শুরু হয়নি এমনটি স্পষ্ট করেছে তেলআবিব। খবর আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল।

তেলআবিব জানিয়েছে, হামাসের সশস্ত্র হামলায় সাত শতাধিক ইসরায়েলি নাগরিক ও সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আড়াই হাজার নাগরিক। অন্যদিকে, হামাস কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার সকাল থেকে ইসরায়েলের বিমান হামলা চালানো হয়েছে হামাসের ১০টি ভবনসহ ৪২৬টি লক্ষ্যবস্তুতে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা আরও বাড়বে। এই অবস্থায় অনেক সাধারণ ফিলিস্তিনি জানিয়েছেন তাদের যাওয়ার কোনো জায়গা নেই।

হামাসের রকেট হামলার বিষয়ে ফিলিস্তিনিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একপক্ষে একে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে সম্মানজনক জয় হিসেবে দেখছে। অন্যপক্ষ ইসরায়েলের ভয়াবহ পাল্টা হামলার আশঙ্কায় রয়েছে। 

ঘনবসতিপূর্ণ গাজার মাত্র ১৪০ বর্গমাইল এলাকায় প্রায় ২০ লাখ ফিলিস্তিনির বসবাস। বিমান হামলা থেকে বাঁচার জন্যে মাটির নিচে তাদের জন্য কোন নিরাপদ ব্যাঙ্কারের ব্যবস্থা নেই। তাদের কেউ কেউ যদিও বাসস্থান ছেড়ে দূরে কোথাও গিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেয় তবে সেখান থেকে তাদের নিজেদের প্রিয়জনের মৃত্যু আর ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ার সাক্ষী হয়ে থাকতে হবে।


শনিবার ভোরে অবরুদ্ধ গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাস আকস্মিক হামলা শুরু করে। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা হামাসের এই হামলায় আহত হয়েছেন ইসরায়েলসহ আরও কয়েক দেশের দুই হাজারের বেশি নাগরিক।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba