আজঃ শুক্রবার ২০-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

১১ বছর পর আরব লীগ সম্মেলনে বাশার আল-আসাদ

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১৯ মে ২০২৩
  • / পঠিত : ১১০ বার

১১ বছর পর আরব লীগ সম্মেলনে বাশার আল-আসাদ

ডেস্ক : আরব লীগ সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের পোর্ট শহর জেদ্দায় পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আল আরাবিয়া টেলিভিশন এবং সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

আরব লীগ সম্মেলনে যোগ দিতে তিনি সৌদি আরব আসেন। শুকক্রবার রিয়াদে আরব লীগ সম্মেলন শুরু হবে। দীর্ঘ ১১ বছর ধরে আরব লীগ থেকে সিরিয়াতে বাহিরে রাখা হয়। 

আল আসাদ ও তার সরকার ২০১১ সালে বিরোধীদের ওপর ব্যাপক দমন পীড়ন চালায়। এতে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। 

বাশার আল আসাদের আরব লীগে যোগ দেওয়ার মাধ্যমে আরব দেশগুলো নিজেদের মধ্যে সম্পর্কের জোরদার যে প্রচেষ্টা চালাচ্ছে এটি তার বড় উদাহরণ।

আরব লীগে যোগ দেওয়ার জন্য ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন লেবাননের তত্ত্ববধায়ক সরকার নাজিব মিকাতি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, ইয়েমেনের প্রেসিডেন্টসিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএসসি) প্রেসিডেন্ট ড. রাশেদ আল আমিনি। 

আব্দুল আজিজ বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা জানান, মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স বাদর বিন সুলতান বিন আব্দুলআজিজ এবং আরব লীগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল ঘেইট। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba