আজঃ শুক্রবার ২০-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ফিলিস্তিনিরা রাষ্ট্র না পাওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নেই : জর্ডানের বাদশাহ

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ১২ Oct ২০২৩
  • / পঠিত : ৯৮ বার

ফিলিস্তিনিরা রাষ্ট্র না পাওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নেই : জর্ডানের বাদশাহ

ডেস্ক: জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেছেন, ১৯৬৭ সালের ৪ জুনের সীমানার আলোকে ফিলিস্তিনিরা তাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র না পাওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে কোনো নিরাপত্তা ও স্থিতিশীলতা থাকবে না।

জেরুজালেমে ইসলামী ও খ্রিস্টান পবিত্রতা রক্ষায় আমরা অবিচল রয়েছি এবং যত বড় চ্যালেঞ্জই আসুক না কেন, আমরা আমাদের ভূমিকা ত্যাগ করব না। জর্ডানের হাশেমি রাজপরিবারের ওপর শহরের মুসলিম ও খ্রিস্টান পবিত্র স্থানগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে।
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের আজ পঞ্চম দিন।

শনিবার (৭ অক্টোবর) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আকাশ ও স্থলপথে আক্রমণ করে ইসরায়েলিদের ওপর। এতে কয়েকশ মানুষ নিহত হন। এ ঘটনায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। দুই পক্ষের লড়াইয়ে এ পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba