আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ভারতে কারখানা স্থাপন করবে টেসলা, আলোচনা শুরু

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১৯ মে ২০২৩
  • / পঠিত : ১১৬ বার

ভারতে কারখানা স্থাপন করবে টেসলা, আলোচনা শুরু

ডেস্ক: আলোচিত মার্কিন ধনকুবের ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি টেসলার উৎপাদন হবে ভারতে। অভ্যন্তরীণ বিক্রয় ও রফতানির লক্ষ্যে এরই মধ্যে ভারতে কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছে টেসলা ইনকরপোরেটেড।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের মতে, মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি বুধবার ভারতের সরকারি কর্মকর্তাদের এ সম্পর্কে অবহিত করে।

গত বছর টেসলার পক্ষ থেকে ভারতকে গাড়ি আমদানি কর কমানোর জন্য অনুরোধ করা হয়। ভারত সরকার তখন প্রস্তাবটি নাকচ করে দেয়। দক্ষিণ এশিয়ার দেশটি চেয়েছিল টেসলা স্থানীয়ভাবে ভারতে গাড়ি নির্মাণ কার্যক্রম শুরু করুক। বিপরীতে টেসলার প্রচেষ্টা ছিল, প্রথমে গাড়ি আমদানির মাধ্যমে বাজার পরীক্ষার। দুইপক্ষের মতপার্থক্যের কারণে একপর্যায়ে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়। তবে এবার ভারতে কারখানা কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, টেসলা যদিও এবার ভারতের কর্মকর্তাদের সঙ্গে আমদানি করের বিষয়ে আলোচনা করেনি, বরং তারা একটি নতুন কারখানা স্থাপনের প্রস্তাব করেছে। কারখানাটি ভারতের কোথায় হবে কিংবা এতে কী পরিমাণ বিনিয়োগ করা হবে তা উল্লেখ করা হয়নি। 

টেসলাসহ পশ্চিমা কোম্পানিগুলো চীনের বাইরে তাদের সাপ্লাই চেইনকে বৈচিত্র্যময় করতে আগ্রহী। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রচারাভিযানের আওতায় বাইরের কোম্পানিগুলোকে স্থানীয়ভাবে গাড়ি নির্মাণে আকর্ষণ করতে চেষ্টা চালাচ্ছে। 

জ্যেষ্ঠ নির্বাহীরা যন্ত্রাংশের স্থানীয় সোর্সিংসহ অন্যান্য বিষয়ে আলোচনা ও সরকারের সঙ্গে দেখা করতে চলতি সপ্তাহে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। যদিও রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে টেসলার পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba