আজঃ শুক্রবার ২২-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

২০১৬ সালের জোড়া খুনের মামলায় সিলেটে তিনজনের মৃত্যুদণ্ড

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৬ Oct ২০২৩
  • / পঠিত : ২৪৪ বার

২০১৬ সালের জোড়া খুনের মামলায় সিলেটে তিনজনের মৃত্যুদণ্ড

ডেস্ক: সিলেটে জোড়া খুনের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও দুই আসামির যাবজ্জীবন দণ্ডাদেশ দেওয়া হয়েছে। রোববার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নূরে আলম ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। 

রায়ে মামলার ভিন্ন ধারায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি জুবায়ের বখত। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের মানিক মিয়ার ছেলে শিপন আহমদ, হবিগঞ্জের কসবা এলাকার মৃত শমসির মিয়ার ছেলে দুলাল মিয়া, মহানগরীর রমিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া উজ্জ্বল। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- সিলেট মহানগরের মাসুক মিয়ার ছেলে নজরুল ইসলাম ও গোলাপগঞ্জের শফিক উদ্দিনের ছেলে শাকিল আহমেদ।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৮ জানুয়ারি সন্ধ্যায় সিলেট মহানগরের কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে রাজু আহমদ (১৯), এস এম তাপু মিয়া (৩৫) ও রাসেল আহমদকে (২৩) আসামিরা ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজু ও তাপুকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় রাজুর বড় ভাই চাঁদপুর জেলার হাজিগঞ্জের হারুনুর রশিদের ছেলে মাসুদ পারভেজ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে রোববার রায় ঘোষণা করা হয়। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba