আজঃ শুক্রবার ২০-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ফিলিস্তিনিদের জন্য বিপুল অনুদান পাঠাচ্ছেন নোবেলজয়ী মালালা

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ১৯ Oct ২০২৩
  • / পঠিত : ১৬৯ বার

ফিলিস্তিনিদের জন্য বিপুল অনুদান পাঠাচ্ছেন নোবেলজয়ী মালালা

: গাজার হাসপাতালে ভয়াবহ রকেট হামলায় ৫০০ জনের মৃত্যুর খবরে গোটা বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠেছে। তার মধ্যে এবার ভিডিও বার্তায় মুখ খুললেন নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই। তিনি জানিয়েছেন, 'গাজার আল আহলি হাসপাতালে বোমা হামলা দেখে আমি স্তম্ভিত। আমি তীব্র নিন্দা করছি'।

তিনি বলেন, 'ইসরাইল, ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের যে মানুষরা শান্তির কথা বলছেন তাদের সাথে গলা মেলাচ্ছি আমিও। সম্মিলিত শাস্তি কোনো উত্তর হতে পারে না। গাজার অর্ধেক মানুষ ১৮ বছরের নিচে। তারা বাকি জীবনটা এভাবে বোমা হামলার মধ্যে কাটাতে পারেন না।'

তার আবেদন গাজায় যাতে মানবিক সহায়তা যেতে পারে তার সুযোগ করে দিন। ইসরাইলের কাছে তিনি এই আবেদন করেছেন। সেই সাথেই তিনি ২.৫ কোটি রুপি অর্থ সহায়তা করছেন বলে জানিয়েছেন। এটা তিনটি দাতব্য সংস্থাকে দেয়া হবে। তারা ফিলিস্তিনি মানুষদের সহায়তা করবেন।

সেইসাথে সরকারের কাছে তার আবেদন, অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করুন।সূত্র : হিন্দুস্তান টাইমস

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba