আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

হাসপাতালে পৌঁছার আগেই যাত্রীবাহী বাসে শিশুর জন্ম

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২১ Oct ২০২৩
  • / পঠিত : ২৩৩ বার

হাসপাতালে পৌঁছার আগেই যাত্রীবাহী বাসে শিশুর জন্ম

: নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসার সময় শারমিন নামে এক গর্ভবতী নারী হাসপাতালের ২ নম্বর গেটের সামনে যাত্রীবাহী বাসের ভেতর জন্ম দেন নবজাতক কন্যার। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পেয়ে হাসপাতালের নতুন ভবনের পাশে ২ নম্বর গেটে ট্রলিম্যান হাসানকে নিয়ে দৌঁড়ে যাই। পরে মৌমিতা বাস থেকে নবজাতক এবং তার মাকে ট্রলিতে করে ২১২ নম্বর ওয়ার্ডের লেবার রুমে নিয়ে আসি। এ সময় হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের পিসি মো. উজ্জ্বল বেপারি এবং এপিসি মতিউর রহমানসহ আরও বেশ কয়েকজন আনসার সদস্য সহযোগিতা করেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, মা ও নবজাতক সুস্থ আছে।’

নবজাতকের বাবা বশির মিয়া জানান, ‘ভোলা জেলার আইচা থানার নজরুল নগর গ্রামে আমার স্থায়ী বসবাস। বর্তমানে আমি নারায়ণগঞ্জের ঝালকুড়ি এলাকায় ভাড়া থাকি। সেখানে একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করি।’ সন্ধ্যার দিকে আমার স্ত্রী প্রসব ব্যথা অনুভব করলে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকের পরামর্শে মৌমিতা পরিবহনের বাসে করে ঢাকা মেডিকেলে আসার উদ্দেশে রওনা হই। এর পর বাসেই সন্তান জন্ম নেয়।’

বিশেষ সহযোগিতার জন্য ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ, আনসার সদস্যের পিসি ও এপিসিসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান বশির মিয়া। বর্তমানে শিশু ও তার মা সুস্থ আছে বলে চিকিৎসক জানিয়েছেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba