আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২১ Oct ২০২৩
  • / পঠিত : ১৯৬ বার

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু

: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আটজন ঢাকার বাসিন্দা।

শুক্রবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৫৮ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪২৪ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ১৩৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার তিনজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৫১ হাজার ১০১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৪১ হাজার ৮৭২ জন। মারা গেছেন ১ হাজার ২২৬ জন। এরমধ্যে ঢাকা সিটির ৭৫৭ জন এবং ঢাকা সিটির বাইরের ৪৬৯ জন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba