আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

কমেছে সোনার দাম, সঙ্গে রূপার দরও নিম্নমুখী

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২০ মে ২০২৩
  • / পঠিত : ১১৯ বার

কমেছে সোনার দাম, সঙ্গে রূপার দরও নিম্নমুখী

ডেস্ক : ভারতের কলকাতার বাজারে ৬২ হাজার ছাড়িয়ে যাওয়া সোনার দর কমেছে। দুদিন প্রতি ১০ গ্রাম সোনার দর ১১০ টাকা করে বাড়লেও গত তিনদিনে মোট কমেছে ১ হাজার ১৪০ টাকা। 

গত ১১ মে কলকাতায় ২৪ ক্যারাট সোনার ১০ গ্রাম প্রতি দর ছিল ৬২ হাজার ১৩০ টাকা। সেটাই বৃহস্পতিবার কমে ৬১ হাজার ২০০ টাকা হয়েছে। সব মিলিয়ে এক সপ্তাহে দাম কমেছে ৯৩০ টাকা।

এদিকে এ সময়ে কমেছে গয়নার সোনার (২২ ক্যারাট) দামও। ১১ তারিখ প্রতি ১০ গ্রামের দাম ছিল ৫৬ হাজার ৯৫০ টাকা। সেটাই বৃহস্পতিবার হয়েছে ৫৬ হাজার ১০০ টাকা।

রুপার গয়না যাদের পছন্দ, তাদের জন্যও রয়েছে সুখবর। বৃহস্পতিবার কেজিপ্রতি ১০০ টাকা দাম কমেছে রুপার। তবে গত এক সপ্তাহে কেজিপ্রতি দর ৩ হাজার ৫০০ টাকা কমেছে। ১১ মে দর ছিল ৭৮ হাজার টাকা কেজি। বৃহস্পতিবার হয়েছে ৭৪ হাজার ৫০০ টাকা।

বৈশাখের মতোই জ্যৈষ্ঠ মাসেই বিয়ের মৌসুম রয়েছে। সেই সময়ে গয়নার চাহিদা খুচরা বাজারে বাড়তে পারে। তবে সোনার দাম সামগ্রিকভাবে চড়া থাকায় হালকা গয়নাই বেশি বিক্রি হওয়ার আশা করছেন বিক্রেতারা। একইভাবে রুপার গয়না যাদের পছন্দ সেই রকম ক্রেতাও মিলতে পারে খুচরা বাজারে। সূত্র: আনন্দবাজার

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba