আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সাগরে ফের বিরোধে জড়াল চীন-ফিলিপাইন

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৩ Oct ২০২৩
  • / পঠিত : ১৬৭ বার

সাগরে ফের বিরোধে জড়াল চীন-ফিলিপাইন

ডেস্ক: দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপাইন নিজেদের জাহাজে ধাক্কার দুটি ঘটনা নিয়ে পরস্পরের ওপর দোষ চাপাচ্ছে। বিতর্কিত এ জলসীমায় এটি দুই পক্ষের সবশেষ বিরোধ।

স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের দ্বিতীয় থমাস শোলের কাছে এই ধাক্কার ঘটনা ঘটে। বেইজিং প্রায় পুরো সমুদ্রের ওপর তার দাবির জানান দেওয়ার জন্য ওই অঞ্চলে নিয়মিত জাহাজ মোতায়েন করে।

চীনা কোস্টগার্ড বলছে, তাদের একটি জাহাজ ও ফিলিপাইনের একটি জাহাজের মধ্যে কিঞ্চিৎ ধাক্কা লেগেছে। ফিলিপাইনের জাহাজটি ওই শোলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি পরিবহন জাহাজে রসদ সরবরাহ করছিল, যেটি সেখানকার একটি ফাঁড়ি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

কোস্টগার্ড বলছে, যুদ্ধজাহাজে অবৈধ নির্মাণসামগ্রী পরিবহনে নৌকাটিকে আইনিভাবে বাধা দেওয়ার সময় ধাক্কা লেগেছিল।

অন্যদিকে ম্যানিলা বলছে, চীনের জাহাজ বিপজ্জনকভাবে বাধা দেওয়ার কৌশল অবলম্বন করায় তারা তীব্র নিন্দা জানাচ্ছে।

পশ্চিম ফিলিপাইন সাগরের জন্য নিয়োজিত টাস্ক ফোর্স বলছে, ফিলিপাইন কোস্টগার্ডের প্রহরী জাহাজকে ধাক্কা দিয়েছে চীনা সামুদ্রিক মিলিশিয়া জাহাজ। চীন বলছে, ফিলিপাইনের জাহাজটি ইচ্ছাকৃতভাবে ঝামেলা তৈরি করেছিল।

গত কয়েক মাসে দক্ষিণ চীন সাগর, বিশেষ করে বিতর্কিত দ্বিতীয় থমাস শোল অঞ্চলে দেশ দুটি বেশ কয়েকবার বিরোধে জড়িয়েছে। গেল আগস্টে চীনা কোস্টগার্ডের একটি জাহাজের বিরুদ্ধে ফিলিপাইনের একটি জাহাজে জলকামান ব্যবহার করার অভিযোগ উঠেছিল।

বেইজিং প্রায় পুরো দক্ষিণ চীন সাগরের ওপরই নিজের সার্বভৌমত্ব দাবি করে। এমনকি ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই ও ইন্দোনেশিয়ার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অংশও নিজের বলে দাবি করে চীন। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba