আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

দুর্গাপূজায় মন্ত্রপাঠের আগে পুরোহিতের মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৩ Oct ২০২৩
  • / পঠিত : ২১৪ বার

দুর্গাপূজায় মন্ত্রপাঠের আগে পুরোহিতের মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণে শারদীয় দুর্গাপূজার অষ্টমীর দিনে (অষ্টমী পূজা) মন্ত্রপাঠ করার আগে রনজিৎ গাঙ্গুলী ওরফে ভক্ষণ ঠাকুর (৭০) নামে এক পুরোহিতের মৃত্যু হয়েছে। রোববার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার ধনারপাড় এলাকার দেবেন্দ্র বৈদ্যের বাড়ির পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

মৃত রনজিৎ গাঙ্গুলী ওরফে ভক্ষণ ঠাকুর উপজেলার তিতারকান্দি গ্রামে রনজিৎ গাঙ্গুলীর বাড়ির মৃত মনমোহন গাঙ্গুলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বেলা ১১টায় ওই পূজামণ্ডপে মন্ত্রপাঠের আগে পূজার আনুষাঙ্গিক কাজ করছিলেন ওই পুরোহিত। হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময়  তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সেখান থেকে স্থানীয় পূজারী ও মন্দিরের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পারিবারিক শ্মশানে তার মরদেহ দাহ করা হয়।
 

মতলব দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা বিষয় নিশ্চিত করে বলেন, দুর্গাপূজায় মন্ত্র পাঠ করতে গিয়ে রনজিৎ গাঙ্গুলী ওরফে ভক্ষণ ঠাকুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি দুঃখজনক।  

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba