আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যমুনা নদীতে মা ইলিশ ধরায় ১৫ জেলের কারাদণ্ড

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ২৬ Oct ২০২৩
  • / পঠিত : ২৩৫ বার

যমুনা নদীতে মা ইলিশ ধরায় ১৫ জেলের কারাদণ্ড

ডেস্ক: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ ধরায় সিরাজগঞ্জের চৌহালীতে ১৫ জেলেকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান এ দন্ডাদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলো- টাংগাইল সদরের মো. আহমদ আলী, মোকরম আলী, জাহাঙ্গীর সরকার, রমজান আলী, চৌহালী উপজেলা খাষপুখুরিয়া গ্রামের আসাদ আলী, আবুল খায়ে, নুর মোহাম্ম, দত্তকান্দী গ্রামের হাফেজ মো. ইব্রাহীম, চর সলিমাবাদ গ্রামের মারুফ সরকার, নাগরপুরের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল মজিদ, মিজানুর রহমান, মানিকগঞ্জের কাঁঠালতলীর আবু সাইদ, লালপুরের রাকিবুল হাসান ও চরকাটারি গ্রামের মজিবুর রহমান। 

চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জানান, মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই ১৫ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ লাখ মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশগুলো স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করাসহ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba