আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

এবার ২ হাজার রুপির নোট বাতিল করছে ভারত

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২০ মে ২০২৩
  • / পঠিত : ১২৭ বার

এবার ২ হাজার রুপির নোট বাতিল করছে ভারত

ডেস্ক : এবার ২ হাজার রুপির নোট বাতিল করছে ভারত। অবিলম্বে এ নোট ব্যবহার বন্ধ করতে দেশটির ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)। এ ছাড়া ২ হাজার রুপির নোট থাকলে, জনসাধারণকে তা আগামী ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে জমা দিতে বলা হয়েছে। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আরবিআই।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, এর আগে ২০১৬ সালে নোট বাতিল করেছিল নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার। তখন ৫০০ এবং ১ হাজার রুপির নোট বাতিল করা হয়েছিল। ৭ বছরের মাথায় এবার ২ হাজার রুপির নোট তুলে নিচ্ছে ভারত সরকার।

আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৬ সালে নোট বাতিলের সময় ৫০০ এবং ১ হাজার রুপির নোট বাতিল করা হয়েছিল। সেই সময় নোটের ঘাটতি পূরণ করতে বাজারে ২ হাজার রুপির নোট আনা হয়েছিল। বর্তমানে অন্য নোটগুলোর জোগান যথেষ্ট পরিমাণে থাকায় ২০১৮-১৯ সালে ২ হাজার রুপির নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়।

বর্তমানে ভারতে যে পরিমাণ ২ হাজার রুপির নোট রয়েছে, তার ৮৯ শতাংশই ছাড়া হয়েছে ২০১৭ সালের মার্চ মাসের আগে। দেশটির বাজারে কমছে ২ হাজার রুপির লেনদেন। ২ হাজার টাকার নোটের ব্যবহার ধীরে ধীরে কমেছে বলে দাবি করছে আরবিআই।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba