আজঃ বুধবার ২৫-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

মহাখালীতে আগুন: গ্রিল টপকে নামার সময় নারীর মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৭ Oct ২০২৩
  • / পঠিত : ১৭০ বার

মহাখালীতে আগুন: গ্রিল টপকে নামার সময় নারীর মৃত্যু

ডেস্ক: রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে আতঙ্কে গ্রিল টপকে নামার সময় হাসনা হেনা (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত নারী ওই ভবনে অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কোম্পানিটির ডেপুটি ম্যানেজার নাজমুল হুদা জানান, হাসনা হেনা ভবনের ৯ তলায় কাজ করতেন। আগুনের আতঙ্কে একটি তার ধরে গ্রিল টপকে নামার সময় তার ছিঁড়ে পড়ে যান।

এর আগে, এদিন বিকেল ৫টায় ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লাগে। আগুন নেভাতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিজিবি ছাড়াও ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। শেষ খবর পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

জানা গেছে, ভবনটিতে ২০ থেকে ২৫ জন আটকে আছে। সাত জনকে জীবিত উদ্ধার করা হলেও মোবাইলের লাইট জ্বালিয়ে অনেকেই বাঁচার আকুতি জানাচ্ছেন। তাদের মধ্যে অনেকের শ্বাসকষ্ট হচ্ছে বলে ইশারায় জানাচ্ছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ঘটনাস্থলে দুটি লেডার সংবলিত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের গাড়ি টিটিএল নেওয়া হয়েছে। টিটিএল দিয়ে টাওয়ারের বিভিন্ন ফ্লোরের গ্লাস ভাঙা হচ্ছে।

তিনি আরও বলেন, ভবনটিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের একাধিক অফিস রয়েছে। সেখানে আটকা পড়াদের উদ্ধারে কাজ চলছে। বেশ কয়েকজনকে নিচে নামিয়ে আনা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba