আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

কক্সবাজারে টয়লেটে যাওয়ার কথা বলে হাজতি উধাও

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৭ Oct ২০২৩
  • / পঠিত : ২০৩ বার

কক্সবাজারে টয়লেটে যাওয়ার কথা বলে হাজতি উধাও

ডেস্ক: কক্সবাজারে সদর হাসপাতাল থেকে কর্তব্যরত কারারক্ষীর চোখ ফাঁকি দিয়ে পালিয়েছেন এক হাজতি। বুধবার বিকেল ৪টার দিকে চিকিৎসা চলাকালে টয়লেটে যাওয়ার কথা বলে ওই হাজতি পালিয়ে যান। হাজতির নাম রাশেদা বেগম (৩৫)। 

সে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার প্রয়াত নজরুল ইসলামের মেয়ে। রাশেদা উখিয়া রাজাপাং ইউনিয়নের আলমগীরের স্ত্রী। দুই সপ্তাহ আগে একটি অপহরণ মামলায় সহযোগী হিসেবে কারাগারে ছিলেন।

বিষয়টি স্বীকার করে ওই ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে ইকবাল ও ইশরাত নামের দুইজন কারারক্ষীকে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার জেল সুপার মো. শাহ আলম খান। 

তিনি বলেন, ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডব চলাকালে মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন রাশেদা। পরে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। বুধবার বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাশেদা পালিয়ে যান।

তিনি আরও বলেন, হাসপাতালে হাজতির পাহারায় থাকা কারারক্ষী ইকবাল ও ইশরাতের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া হাজতি রাশেদাকে গ্রেপ্তারের জন্য পুলিশসহ সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba