আজঃ শুক্রবার ২০-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ঘূর্ণিঝড় ওটিসের আঘাতে মেক্সিকোতে নিহত ২৭

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২৮ Oct ২০২৩
  • / পঠিত : ১৪০ বার

ঘূর্ণিঝড় ওটিসের আঘাতে মেক্সিকোতে নিহত ২৭

ডেস্ক: ঘূর্ণিঝড় ওটিসের আঘাতে মেক্সিকোতে অন্তত ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির আকাপুলকোতে আঘাত হানে এই ঘূর্ণিঝড়। এযাবতকালে মেক্সিকোতে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ওটিস অন্যতম বলে গণমাধ্যমের খবর থেকে জানা গেছে।

আঘাত হানার সময় ওটিসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০ কিলোমিটার। এতে সেখানের বাড়িঘর ও হোটেলের ছাদ উড়ে গেছে, উপড়ে গেছে অসংখ্যা গাছ এবং ওই অঞ্চলের সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা।

নয় লাখ লোকের শহরটির রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। হাসাপাতালগুলো থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে রোগীদের।

বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর বলেন, আকাপুলকো যা হয়েছে তা সত্যিই বিপর্যয়কর।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, মেক্সিকোর সেনাবাহিনী, বিমান বাহিনী ও জাতীয় রক্ষীদের প্রায় আট হাজার ৪০০ সদস্য ধ্বংসযজ্ঞ পরিষ্কারের চেষ্টা করছে। সূত্র: রয়টার্স, বিবিসি, সিএনএন

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba