আজঃ বুধবার ২৫-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ডেঙ্গু আক্রান্তে আজ ১০ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৮০০

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২৯ Oct ২০২৩
  • / পঠিত : ৫২ বার

ডেঙ্গু আক্রান্তে আজ ১০ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৮০০

ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৩২৭ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় ১৮০০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪০৭ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৩৯৩ জন ভর্তি হয়েছেন। 

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৯৭৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ১১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

এ বছর সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৬৫ হাজার ৮৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯৮ হাজার ২৭ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৬৭ হাজার ৮৩৫ জন চিকিৎসা নিয়েছেন।

তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৫৭ হাজার ৪৪৪ জন। এর মধ্যে ঢাকায় ৯৫ হাজার ২৫০ এবং ঢাকার বাইরে ১ লাখ ৬২ হাজার ১৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba