আজঃ বুধবার ২৫-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সরকারি স্থাপনায় হামলা হয়েছে: ডিবিপ্রধান হারুন

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২৯ Oct ২০২৩
  • / পঠিত : ৯৪ বার

সরকারি স্থাপনায় হামলা হয়েছে: ডিবিপ্রধান হারুন

ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার ও ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেছেন, বিএনপি নেতা-কর্মীরা সরকারি স্থাপনায় হামলা করেছেন। তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর কাকরাইলে গিয়ে ডিবিপ্রধান হারুন বলেন, বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণভাবে করার কথা। ডিএমপি কমিশনারের কাছ থেকে তারা এমন শর্তেই অনুমতি নিয়েছে। হঠাৎ দুপুর ১২টার পর থেকে দেখা গেল, তারা প্রধান বিচারপতির বাড়ির ফটকে ও জাজেস কোয়ার্টারের সামনে (বিচারকদের বাসভবন) আক্রমণ করেছে। আইডিইবি ভবনের সামনে দুটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করছেন উল্লেখ করে হারুন বলেন, আমরা আমাদের কাজটি করছি। তাদের নিবৃত্ত করার চেষ্টা করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি স্থাপনায় হামলা ও গাড়িতে আগুনের ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba