আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নরসিংদীতে ট্রেন থেকে বিএনপির ৬০ নেতাকর্মী আটক

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২৯ Oct ২০২৩
  • / পঠিত : ২০৯ বার

নরসিংদীতে ট্রেন থেকে বিএনপির ৬০ নেতাকর্মী আটক

ডেস্ক: নরসিংদীতে ট্রেনে তল্লাশি চালিয়ে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমানসহ ৬০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) দুটি ট্রেনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

এদিকে তিতাস কমিউটার ট্রেনে উঠতে বাধা পেয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ওই সময় বিএনপির নেতাকর্মীদের ছোড়া পাথরের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, সকালে শতাধিক বিএনপির কর্মী তিতাস কমিউটার ট্রেনে উঠতে না পেরে পুলিশের দিকে রেললাইনের পাথর ছুড়ে মারেন। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে জনগণের জানমাল রক্ষায় শটগানের ৩৫টি ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

ওসি আবুল কাশেম ভূঁইয়া আরও বলেন, ঢাকায় বিএনপি ও জামায়াতের মহাসমাবেশে অংশ নিয়ে নাশকতা করতে পারেন- এমন সন্দেহভাজন ব্যক্তিদের শুধু আটক করা হচ্ছে। নাশকতার সন্দেহে যাদের আটক করা হয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba