আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

চার দেশের নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ইসি

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২৯ Oct ২০২৩
  • / পঠিত : ৯৬ বার

চার দেশের নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ইসি

ডেস্ক: চার দেশের সাবেক ও বর্তমান নির্বাচন কমিশনারদের সাথে বৈঠকে বসেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। রোববার সকাল ১১টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে ভারত, মালদ্বীপ, শ্রীলংকা, নেপালের নির্বাচন কমিশনার এবং ইলেকশন মনিটরিং ফোরামসহ ৯ জন প্রতিনিধির সাথে বৈঠক শুরু করেন। বৈঠকে সিইসিসহ ৪ জন নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা বলছে, বৈঠকে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এস ওয়াই কোরাইশি, মালদ্বীপের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ফুয়াদ তৌফিক, শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের চেয়ারম্যান আরএমএএল রথনায়েক, নেপালের নির্বাচন কমিশনার সাগুন শামসের জে বি রানা এবং নেপালের সাবেক নির্বাচন কমিশনার মিসেস ইলা শারমা। 

এছাড়া, ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী, পরিচালক অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, অধ্যাপক ড. আহমেদ আবুল কালাম আজাদ, পরিচালক এবং ইলেকশন মনিটরিং ফোরামের আন্তর্জাতিক বিভাগের সমন্বয়কারী জাহানারা ফারুক মলি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba