আজঃ মঙ্গলবার ০৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বাংলাদেশ সফরে এলেন মসজিদে নববীর ইমাম শায়খ বুয়াইজান

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ৩০ Oct ২০২৩
  • / পঠিত : ৩০৩ বার

বাংলাদেশ সফরে এলেন মসজিদে নববীর ইমাম শায়খ বুয়াইজান

বাংলাদেশ সফরে এসেছেন সৌদি আরবের মসজিদে নববীর ইমাম শায়খ ড. আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান। জাতীয় ইমাম সম্মেলনে অংশ নিতে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন তিনি।


রোববার (২৯ অক্টোবর) ভোর ৫টার দিকে বাংলাদেশে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দোহাইলান, হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম ও হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম। 

ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামীকাল সোমবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইমাম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মসজিদে নববীর এই ইমাম। জাতীয় ইমাম সম্মেলন-২০২৩ এবং ষষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, আজ রোববার সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শায়খ ড. আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান।


শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba