আজঃ বুধবার ২৫-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ওমানের ভিসা বন্ধ, আদম বেপারিরাই এর জন্য দায়ী

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০৩ Nov ২০২৩
  • / পঠিত : ৬০ বার

ওমানের ভিসা বন্ধ, আদম বেপারিরাই এর জন্য দায়ী

ডেস্ক: ওমানে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ইস্যু বন্ধের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘ঠিকমতো চাকরি ব্যবস্থা না করেই আদম বেপারিরা অনেক লোককে ওমান পাঠিয়ে দেওয়ার ফলে দুর্ঘটনা ঘটেছে।’

তিনি বলেন, ‘২০২২ সালে আমাদের প্রায় ১ লাখ ৭৯ হাজার লোক ওমান গিয়েছে। এদের অনেককেই ঠিকমতো চাকরির ব্যবস্থা না করে আদম বেপারিরা ওমান পাঠিয়ে দিয়েছে। এসব বিভিন্ন কারণেই আমার মনে হয় দুর্ঘটনা ঘটেছে।’

বৃহস্পতিবার (২ নভেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ড. মোমেন বলেন, ‘ইট উইল বি রিজলভড ভেরি সুন। আমরা তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি।’ 

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘ওমানে শ্রমবাজারের সুযোগটা অপব্যবহার হয়েছে। এটাকে স্ট্রিমলাইনিং করার জন্য সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো বাজারেই সীমাহীন চাহিদা থাকে না। যে চুক্তি বা কাগজ নিয়ে আমাদের শ্রমিকরা সেখানে গিয়েছেন, তা ফুলফিল হয়নি, তার মানে কিছুটা ব্যত্যয় হয়েছে। মধ্যস্বত্বভোগীরা আমাদের এমন একটা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন যে কারণে আমাদের দুর্নাম হয়ে যাবে।’ এ সময় সবার প্রতি বিদেশ যাওয়ার আগে ঠিকমতো কাগজপত্র ও চুক্তিনামা যাচাইবাছাই করে যাওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba