আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

স্ত্রীর লাশ দাফন না করে বাঁধে ফেলে গেলেন স্বামী

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ০৪ Nov ২০২৩
  • / পঠিত : ২৪৪ বার

স্ত্রীর লাশ দাফন না করে বাঁধে ফেলে গেলেন স্বামী

ডেস্ক: গাইবান্ধার সাদুল্লাপুরে অসুস্থ স্ত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসার সাহায্যের জন্য বাড়ি থেকে বের হন। এ অবস্থায় পথেই মারা যান স্ত্রী। অবশেষে তাকে দাফন না করে একটি বাঁধে লাশ ফেলে গেছেন স্বামী খোকন মিয়া।

বৃহস্পতিবার (২ নভেম্বর) উপজেলার কামারপাড়া ইউনিয়নের খামার বাগছী এলাকার বাঁধ থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার হাটলক্ষ্মীপুর এলাকার খোকন মিয়া সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হিয়ালী গ্রামে নানাবাড়িতে বসবাস করে আসছিলেন। সংসারের নানা অভাব-অনটনের কারণে বিভিন্ন স্থানে অন্যের সাহায্য নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এরই মধ্যে স্ত্রী (৩৫) অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার সহযোগিতার জন্য খোকন মিয়া তার স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হন। 

এ অবস্থায় গত বুধবার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভগবানপুর গ্রামের সাদা মিয়ার বাড়ির সন্নিকটে পৌঁছালে মারা যায় স্ত্রী। পরে স্থানীয় লোকজন আর্থিক সহযোগিতা করে দাফনের জন্য বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু খোকন মিয়া সেই লাশ দাফন না করে খামার বাগছী এলাকার বাঁধে ফেলে রেখে গেছেন। পরে স্থানীয়রা বৃহস্পতিবার নারীর পরিত্যক্ত লাশ দেখে পুলিশকে খবর দেন।

এ ঘটনায় ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু বলেন, নারীটির মৃত্যুতে স্থানীয়ভাবে আর্থিক সহযোগিতা করার পর কামারপাড়া চেয়ারম্যানকে অবগত করা হয়েছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে কামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজার রহমান রাশেদ বলেন, খোকন মিয়া তার স্ত্রীকে দাফন না করে ওই বাঁধে ফেলে রেখে গেছেন। বৃহস্পতিবার এ খবর পেয়ে থানা পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।

সাদুল্লাপুর থানার ওসি মাহবুব আলম রানা বলেন, খবর পেয়ে ওই নারীর মরদেহ বাঁধ থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba