আজঃ শুক্রবার ২০-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

হিজবুল্লাহর কাছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ওয়াগনার?

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ০৪ Nov ২০২৩
  • / পঠিত : ১৮৩ বার

হিজবুল্লাহর কাছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ওয়াগনার?

ডেস্ক: লেবানন প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর কাছে ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে রাশিয়ার ভাড়াটে সেনা গ্রুপ ওয়াগনার। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল-বিরোধী লড়াইয়ে ক্রেমলিন সক্রিয় সহযোগিতার পথে হাঁটতে চলেছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে। ওই রিপোর্ট জানাচ্ছে, ইউক্রেনের যুদ্ধে অংশ নেওয়া পুতিনের ভাড়াটে বাহিনী ওয়াগনার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে আধুনিক ক্ষেপণাস্ত্র দিতে চলেছে।

ইরানের মদতপুষ্ট হিজবুল্লাহকে ওয়াগনার বাহিনী এসএ-২২ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিতে চলেছে বলে আমেরিকার গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে সে দেশের সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে। পশ্চিমা দুনিয়ার কাছে ‘প্যান্সার-এস১’ নামে পরিচিত রাশিয়ার নির্মিত এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেলে হিজবুল্লাহ যোদ্ধারা রাডারের সাহায্যে ইসরায়েলি যুদ্ধবিমানের ‘গতিবিধি’ আগাম আঁচ করতে পারবেন। চালাতে পারবেন পাল্টা হামলাও।

চলমান এই পরিস্থিতিতে এসএ-২২ হাতে পেলে তারা ইসরায়েলি বিমানহানার মোকাবিলায় সুবিধা পাবে বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ।

তবে গণমাধ্যমের প্রতিবেদনের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। এমনকি এ বিষয়ে লেবানন হিজবুল্লাহ ও রাশিয়ার পক্ষ থেকেও কোনো দায়িত্বশীল ব্যক্তি কোনো মন্তব্য করেননি। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, টাইমস অব ইসরায়েল, নিউ ইয়র্ক পোস্ট

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba