আজঃ শুক্রবার ২০-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ’র হুঁশিয়ারি

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ০৪ Nov ২০২৩
  • / পঠিত : ১৯৬ বার

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ’র হুঁশিয়ারি

ডেস্ক: হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আঞ্চলিক যুদ্ধ থামাতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই গাজায় আগ্রাসন থামাতে হবে। গাজায় ইসরায়েলি আক্রমণের ২৮ তম দিনে ভাষণে হিজবুল্লাহ প্রধান এই মন্তব্য করেন। 

হাসান নাসরুল্লাহ বলেন, আমি আমেরিকানদের নিশ্চিত করতে চাই , আঞ্চলিক যুদ্ধ বাধলে তাদের জাহাজ এবং বিমানবাহিনীকে ব্যাপক মূল্য চোকাতে হবে। আমরা আমেরিকান জাহাজের জন্য ইতোমধ্যে প্রস্তুতি সেরে ফেলেছি। আমরা তাদেরকে আফগানিস্তান, ইরাক, সিরিয়া এবং লেবাননে পরাজয় স্মরণ করার আহ্বান জানাই।

আমেরিকা তাদেরকে বার্তা দিয়েছে জানিয়েছে নাসরুল্লাহ বলেন, আমরা লড়াই চলমান রাখলে নাকি তারা ইরানে বোমা ফেলবে। আমাদের প্রতিরোধ বন্ধ করবে সাহস কত! ভূমধ্যসাগরে আপনাদের জাহাজ আমাদের ভীত করে না। তিনি বলেন, লেবানন ফ্রন্টে সকল অপশন টেবিলে আছে। এটা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সকল অপশন টেবিলে আছে।

নাসরুল্লাহ বলেন, ইসরায়েল আমাদের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বোমা ফেললে আমরাও তাদের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বোমা ফেলব। তারা কি কাজ করবে সেটার ওপর নির্ভর করবে আমরা কী করব।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba