আজঃ রবিবার ২৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

গাজায় ২৮ দিন ধরে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে : এরদোয়ান

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ০৪ Nov ২০২৩
  • / পঠিত : ২২১ বার

গাজায় ২৮ দিন ধরে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে : এরদোয়ান

ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

কাজাখস্তানের আস্তানায় তুরস্কের নেতৃত্বাধীন সংস্থার শীর্ষ সম্মেলনে এরদোয়ান বলেন, ফিলিস্তিনে একটি নজিরবিহীন মানবিক ট্রাজেডি সমগ্র বিশ্বের চোখের সামনে ঘটছে। হাসপাতাল, স্কুল, মসজিদ, গির্জা ও শরণার্থী শিবিরে বোমা হামলা চালানো হচ্ছে। এমন কোনও ধারণা নেই যা এই নৃশংসতার ব্যাখ্যা দিতে পারে। 

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, গত ৭ অক্টোবর থেকে আমরা নিরপরাধ শিশুদের যে নৃশংস হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছি তার কোনো অজুহাত নেই। সত্যি কথা বলতে, গাজায় ঠিক ২৮ দিন ধরে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে। এরদোয়ান দ্রুত মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, তুরস্ক ‘মুসলিম, খ্রিস্টান বা ইহুদি নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করার উপায় নিয়ে কাজ করছে।’

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba