আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ চালু

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২১ মে ২০২৩
  • / পঠিত : ১৯৩ বার

১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ চালু

ডেস্ক : টানা ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত রেলওয়ে বিভাগে প্রচেষ্টায় রিলিফ ট্রেনের সহযোগিতায় দুঘটনা কবলিত ইঞ্জিন ও দুটি বগি সরিয়ে নেওয়া হয়। এরপর শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের ট্রেন চলাচল চালুর ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

শায়েস্তাগঞ্জে আটকাপড়া পাহাড়িকা ৭১৯ নম্বর ট্রেনটি ছেড়েছে বলে ভানুগাছ স্টেশন মাস্টার কবির আহমদ নিশ্চিত করেছেন।

শনিবার ভোর ৫টায় সিলেটগামী চট্রগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেক্স ট্রেনটি লাউয়াছড়া বনে ঝড়ে লাইনে ওপর একটি গাছের সাথে ধাক্কা ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিনটি উল্টে লাইনের ওপর সোজা হয়ে পড়ে। আর খাবারের বগিসহ অপর বগিটি এক পাশে উল্টে যায়। এতে করে সিলেটে সাথে সারা দেশের ট্রেন বন্ধ থাকে।

এ ঘটনায় অপরদিকে ঢাকাগামী পারাবত, ঢাকাগামী জয়ন্তিকা ও সিলেটগামী কালনি ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় ঘটেছে।

দুর্ঘটনাকবলিত সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণ জানতে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রেল বিভাগ। 

অপর দিকে চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীরা টিকিটের টাকা ফেরত পাবেন বলে কুলাউড়া রেলস্টেশনের মাস্টার মো. রুমান আহমদ জানিয়েছেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba