আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নারায়ণগঞ্জে পেট্রল ঢেলে কাভার্ডভ্যানে আগুন

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ০৭ Nov ২০২৩
  • / পঠিত : ১৮৭ বার

নারায়ণগঞ্জে পেট্রল ঢেলে কাভার্ডভ্যানে আগুন

ডেস্ক : নারায়ণগঞ্জে একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ওই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম।

তিনি বলেন, ‘শাহ সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যানটি রাস্তার একপাশে দাঁড় করানো ছিল। অজ্ঞাতপরিচয় কিছু লোক এসে পেট্রোল ঢেলে কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। 

এদিকে পুলিশের একটি সূত্র জানায়, হেফাজতে থাকা ওই ব্যক্তি মাইক্রোবাস চালক। আগুন দেওয়ার পর তার মাইক্রোবাসে চড়ে পালানোর চেষ্টা করেছিল দুর্বৃত্তরা ৷ তবে পুলিশ পৌঁছানোর আগে অন্যরা পালিয়ে গেলেও মাইক্রোবাসসহ আটক হন চালক।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহমেদ জানান, ‘খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba