আজঃ রবিবার ২৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

হাসপাতালের নিচে হামাসের টানেল থাকার অভিযোগ: সত্যতা পাওয়া যায়নি

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ০৯ Nov ২০২৩
  • / পঠিত : ২১১ বার

হাসপাতালের নিচে হামাসের টানেল থাকার অভিযোগ: সত্যতা পাওয়া যায়নি

ডেস্ক: গাজার উত্তরাঞ্চলে কাতারের শেখ হামাদ হাসপাতালের নিচে হামাসের একটি সুড়ঙ্গ রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। আল জাজিরা বিষয়টি নিয়ে তদন্ত করেছে। আল জাজিরার টিম এই অভিযোগের সত্যতা পায়নি। 

রয়টার্সকে আল জাজিরার তদন্ত দল বলেছে, এই অভিযোগ সমর্থন করার কোনো কারণ নেই।

রোববার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি ভিডিও, ছবি ও অডিও রেকর্ডিং উপস্থাপন করেন। ওই ভিডিওতে তিনি দাবি করেন, হামাস হাসপাতালকে ঢাল হিসেবে ব্যবহার করছে।

সোমবার গাজা পুনর্গঠনের জন্য নিয়োজিত কাতারি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল ইমাদি বলেন, ইসরায়েলের অভিযোগ হাসপাতাল, স্কুল এবং বাস্তুচ্যুত লোকদের আশ্রয়সহ বেসামরিক স্থাপনাগুলিকে দখলদারিত্বের লক্ষ্যবস্তু করার একটি নির্লজ্জ প্রচেষ্টা।সূত্র: রয়টার্স

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba