আজঃ শুক্রবার ২২-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

রিগ্যানের পর থেকে মার্কিন কোন প্রেসিডেন্টই গোপন নথির সঠিক সংরক্ষণ করেননি : রিপোর্ট

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২১ মে ২০২৩
  • / পঠিত : ১১৪ বার

রিগ্যানের পর থেকে মার্কিন কোন প্রেসিডেন্টই গোপন নথির সঠিক সংরক্ষণ করেননি : রিপোর্ট

নিউইয়র্ক, ২০ মে, ২০২৩  ডেস্ক : যুক্তরাষ্ট্রে গত চার দশক ধরে কোন মার্কিন প্রেসিডেন্টের প্রশাসনই গোপন নথিপত্রের সঠিক সংরক্ষণ করেনি।
সাম্প্রতিক প্রেসিডেন্টদের মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প হলেন তার সর্বশেষ দৃষ্টান্ত।
বুধবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
মার্চে কংগ্রেসীয় কমিটির কাছে রুদ্ধদ্বার কক্ষে শুনানীকালে ন্যাশনাল আর্কাইভস কর্মকর্তাদের দেয়া সাক্ষ্যের উদ্ধৃতি দিয়ে ওই রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্ট রোন্যাল্ড রিগ্যানের পর থেকে প্রত্যেক মার্কিন প্রশাসন জরুরি গোপন নথির ফেডারেল সংরক্ষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছে।
চলতি বছরের প্রথম দিকে অল্পকিছু গোপন নথি বাইডেনের ওয়াশিংটন ডিসির কার্যালয় ও তার বাড়ি ডেলাওয়্যার থেকে উদ্ধার করা  হয়।
এছাড়া গত বছর ফ্লোরিডায় ট্রাম্পের সা¤্রাজ্য মার-এ-লাগো থেকে খুবই গোপন নথি উদ্ধার করে এফবিআই।
মার্কিন কংগ্রেসের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান মাইক টারনার বলেছেন, গোপন নথির সঠিক রক্ষণাবেক্ষণের বিষয়টি একটি সমস্যা যা ওভাল অফিসের বাইরেও ছড়িয়ে পড়ছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba