আজঃ বুধবার ২৫-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ছিনতাইয়ের অভিযোগ মিরপুর থেকে ৪ জন গ্রেপ্তার

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৩ Nov ২০২৩
  • / পঠিত : ১১০ বার

ছিনতাইয়ের অভিযোগ মিরপুর থেকে ৪ জন গ্রেপ্তার

: ছিনতাইয়ের অভিযোগ মিরপুর থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে মিরপুর মডেল থানার কাজীপাড়া এক্সিম হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুইটি ছোরা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তারা মিরপুরের চিহ্নিত ছিনতাইকারী।

গ্রেপ্তার চারজন হলেন- মো. অরিন (২৬), জামাল উদ্দিন সাগর (২৭), রনি (৩০) ও ইব্রাহিম প্রকাশ ইমন (১৯)।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, গ্রেপ্তার চারজন মিরপুরের চিহ্নিত ছিনতাইকারী। তাদের গ্রুপের সদস্য সংখ্যা চারজন। এর মধ্যে অরিনের বিরুদ্ধে চারটি, সাগর, রনি ও ইমনের বিরুদ্ধে দুইটি করে মামলা রয়েছে। অরিন তাদের দলনেতা। 

ওসি মো. মহসিন আরও জানান, তারা প্রথমে কোনো পথচারীকে টার্গেট করেন। এরপর টার্গেট লোকের কাছেই দলনেতা অরিন আরও দুইজনকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে থাকেন। পরে দলের এক সদস্য টার্গেট পথচারীকে দাঁড় করিয়ে বলেন ‘আপনাকে বড় ভাই ডাকছেন’। পথচারী কথিত ওই বড় ভাইয়ের কাছে যান। এরপর তারা ছোরার মুখে ওই পথচারীর সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। শনিবারও তারা এভাবে টার্গেটের জন্য কাজীপাড়া অপেক্ষা করছিল।

মিরপুর মডেল থানার ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি করে দুইটি ছোরা উদ্ধার করা হয়।


ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba