আজঃ শনিবার ০৯-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৩ Nov ২০২৩
  • / পঠিত : ১৯২ বার

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক: চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোরে র‌্যাব-১২ সদস্যরা শহরের ধানবান্ধি নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ধানবান্ধি মহল্লার আলতাফ হোসেনের ছেলে ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। 

র‌্যাব-১২ স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বানতিয়ার গ্রামের আফছার আলীর ছেলে সোলাইমান হোসেন ২০২০ সালের ২৪ ডিসেম্বর শাহজাদপুর উপজেলা আমলি আদালতে একটি চেক জালিয়াতি মামলা দায়ের করেন। এ মামলায় শাহজাদপুর আমলি আদালতের যুগ্ম জজ মামুনুর রশিদ ২০২২ সালের ৭ জুন তাকে এক বছরের কারাদণ্ড ও চেকে উল্লেখিত টাকা ফেরত দেওয়ার রায় দেন।

এরপর আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে র‌্যাব-১২ সদস্যরা ধানবান্ধি বাসা থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। সকাল ১১টার দিকে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, র‌্যাব থানায় সোপর্দ করার পর দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba