আজঃ বুধবার ২৫-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

৩ সচিবের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ১৬ Nov ২০২৩
  • / পঠিত : ১৭৮ বার

৩ সচিবের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

ডেস্ক: তিন সচিবের সঙ্গে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শ্রম অধিকারবিষয়ক প্রতিনিধিদল বৈঠকে বসেছেন। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশ নেওয়া তিন সচিবের মধ্যে রয়েছেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং শ্রম ও কর্মসংস্থান সচিব এহসান ই ইলাহী।

ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি।

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর পাঁচ দিনের সফরে ঢাকায় আসে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল। বাংলাদেশের শ্রম খাতের অগ্রগতি দেখতেই মূলত ঢাকায় আসেন তারা। ঢাকা সফরকালে শ্রম আইন সংশোধন পরবর্তী পরিস্থিতি, শিশুশ্রম বিলোপ এবং শ্রমিকবিরোধী সব ধরনের সহিংসতা নিরসনসহ নানান বিষয়ে আলোচনা করেন তারা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba