আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বগুড়ায় এসপির বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণ

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ১৬ Nov ২০২৩
  • / পঠিত : ১৯১ বার

বগুড়ায় এসপির বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বগুড়া জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয় এবং তার বাসভবনের গেট ও সাতমাথা মোড়ে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।


বুধবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। তবে, বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে শহরের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। শহরের মফিজ পাগলার মোড়ে ঝটিকা মিছিল থেকে দুইটি ককটেল ফাটানো হয়। এরপর বনানী এলাকায় একটি লরিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।


এর প্রায় আধা ঘণ্টা পর এসপির কার্যালয় ও বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণ ঘটে।

এ ব্যাপারে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম বলেন, একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুইজন ব্যক্তি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ সুপারের কার্যালয় ও বাসভবন লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়৷


ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba