আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

জীবনের শেষ নির্বাচন, ভুলভ্রান্তি মাফ করে দেবেন : পরিকল্পনামন্ত্রী

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১৮ Nov ২০২৩
  • / পঠিত : ১৯২ বার

জীবনের শেষ নির্বাচন, ভুলভ্রান্তি মাফ করে দেবেন : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমার জীবনের শেষ নির্বাচন। উচিত বিচার করবেন। ভুলভ্রান্তি করলে মাফ করে দেবেন। আর যদি এলাকার মোটামুটি উপকার করে থাকি আল্লাহর ওয়াস্তে আমাকে বিবেচনা করবেন।


শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রথপাড়া ও শত্রুমর্দন সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ছয়হারা গ্রামের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। 

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের ভাটি অঞ্চলে অনেক উন্নয়ন কাজ হয়েছে, যা কেউ অস্বীকার করতে পারবে না। যারা ঢিল মারে, আগুন জ্বালায়, অবরোধ দেয়, রাস্তা-ঘাটে সিএনজি ভাঙে তারাও এটি অস্বীকার করতে পারবে না। যা চোখে দেখা যায় সেটা কীভাবে অস্বীকার করবে। সড়ক, সেতু, ঘরে ঘরে বিদ্যুৎ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, গ্রামে গ্রামে হাজার হাজার টিউবওয়েল ও স্যানিটেশন, কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ওষুধ প্রদানসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। সকল সরু সেতু ভেঙে বড় করা হচ্ছে। আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকারের এই উন্নয়ন চিত্র কেউ অস্বীকার করতে পারবে না।

তিনি বলেন, আমরা ভাটির মানুষ, গ্রামের মানুষ। আমরা জানি আমাদের প্রকৃত দরদি শেখ হাসিনা। সুতরাং আমাদের নিজের স্বার্থে দরকার শেখ হাসিনার সরকার। আরও সড়ক, আরও পুল আরও হাসপাতাল আরও স্কুল মাদ্রাসা মসজিদ, মন্দির গোরস্থান, শ্মশান এগুলো তো আমরা চাই। সেজন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। আর শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমাকে বিবেচনা করবেন। কারণ এটাই আমার জীবনের শেষ নির্বাচন।

এ সময় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, শান্তিগঞ্জ  উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba