আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ট্যাংক-লরি মেরামতের সময় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১৯ Nov ২০২৩
  • / পঠিত : ৩০৩ বার

ট্যাংক-লরি মেরামতের সময় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

: পার্বতীপুরে জ্বালানি তেলবাহী ট্যাংক লরি বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

শনিবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৭টার দিকে শহরের বাস টার্মিনালে রতন মোটর গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক হলেন- ওয়েলডিং মিস্ত্রী রতন হোসেন (৩০)। তিনি দিনাজপুর শহরের শেখপুরা রেলগেট এলাকার আবু কালামের ছেলে।

আহতরা হলেন- ওয়েলডিং মিস্ত্রীর সহকারী নাহিদ (১৬) ও বাস সুপার ভাইজার বাদশা (২০)। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বাদশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নাহিদকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সাকিব আল হাসান নামের একজন জানান, বাস টার্মিনাল এলাকায় রোজামনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তেল পরিবাহী লরি মেরামতের কাজ করছিলেন ওয়েলডিং মিস্ত্রী রতন ও নাহিদ। তারা লরিটির ঢাকনা না খুলেই ঝালাইয়ের কাজ শুরু করেন। এতে বিকট শব্দে লরিটি বিস্ফোরিত হয়। উড়ে যায় লরির পেছনের ঢাকনাসহ সামনের কেডিন। এ সময় পাশে থাকা মিথুন নামের একটি যাত্রীবাহী বাসও ক্ষতিগ্রস্ত হয়।

লরির ড্রাইভার সেরাজুল ইসলাম জানান, তিনি তার লরিটি মেরামত করতে দিয়ে পাশের দোকানে চা খেতে যান। হঠাৎ করে বিকট শব্দ শুনে ছুটে এসে দেখেন ওয়েলডিং মিস্ত্রী রতন ও তার সহকারী নাহিদ ও বাস শ্রমিক বাদশা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। রতনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সোয়া ৮টার দিকে তিনি মারা যান।

পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান জানান, সতর্কতার সহিত লরি মেরামত কাজ না করায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ওয়েলডিং মিস্ত্রী রতন মারা গেছেন। আরও দুই জন শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba