আজঃ মঙ্গলবার ২৬-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নাশকতাকারীদের বের করে ব্যবস্থা নেয়া হবে : হারুন

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২২ Nov ২০২৩
  • / পঠিত : ৯৫ বার

নাশকতাকারীদের বের করে ব্যবস্থা নেয়া হবে : হারুন

ডেস্ক : নাশকতাকারীদের উদ্দেশ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (ডিবি) হারুন অর রশীদ বলেছেন, আপনারা যে অগ্নিসন্ত্রাসের পথটি বেছে নিয়েছেন জনগণের স্বার্থে, দেশের স্বার্থে সেটি থেকে সরে আসুন। অন্যথায় নাশকতাকারীরা যেখানেই থাকুক, তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিবি হারুন বলেন, তারা বোমা নিক্ষেপ করছেন, ককটেল নিক্ষেপ করছেন, বাসে আগুন দিচ্ছেন- এগুলো তো ফৌজদারি অপরাধ করছেন। তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তারা যদি মনে করেন রক্ষা পাবেন, আমরা বারবার বলেছি- তারা যেখানেই থাকুক আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।

তিনি বলেন, আপনারা সবাই জানেন গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি ছিল। নাশকতাকারীরা সাধারণ জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য, বিচারকদের ভয় দেখাতে আদালতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba