আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বাঘাইছড়িতে পাহাড়ের খাদে ট্রাক, চালক নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২৫ Nov ২০২৩
  • / পঠিত : ১৮৫ বার

বাঘাইছড়িতে পাহাড়ের খাদে ট্রাক, চালক নিহত

ডেস্ক : রাঙ্গামাটির বাঘাইছড়িতে ট্রাক উল্টে মনু মিঞা (৩৫) নামের একজন চালক নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে সাজেক সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ছয়নালছড়া নামক এলাকায় সীমান্ত সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত একটি খালি ট্রাক উদয়পুর থেকে বালু নামিয়ে খালী গাড়িটি দীঘিনালা যাওয়ার পথে উদয়পুর ছয়নাল ছড়া ৩নং ব্রীজ থেকে নামার সময় ব্রেকফেল করে আনুমানিক ৫০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম মো. গুলজার।

পুলিশ জানিয়েছে, আহত গুলজার দিনাজপুর জেলার পূর্বপার গাও গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ওসি মোহাম্মদ নূরুল হক জানান, আমরা একটি ট্রাক খাদে পড়ে চালক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলটি দুর্গম এলাকায় হওয়াতে কিছুটা সমস্যা হচ্ছে। আমরা পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করেছি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba