আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ফিটকিরির কিছু উপকার

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২৫ Nov ২০২৩
  • / পঠিত : ২০০ বার

ফিটকিরির কিছু উপকার

ডেস্ক : সাধারণত পানিকে পরিশোধিত করতে ফিটকিরি ব্যবহৃত হয়। কিন্তু এই ছোট্ট জিনিসটা আরও বিভিন্ন কাজে লাগে। ত্বকের সমস্যা থেকে শরীরে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকাতে ফিটকিরি খুবই কাজের জিনিস। ফিটকিরির আরও বেশ কিছু কাজে লাগানো যায়।

চলুন জেনে নেই ফিটকিরির কিছু ব্যবহার যা হয়ত এতদিন আপনার অজানা ছিল-

মুখের দুর্গন্ধ দূর করতে : মুখের দুর্গন্ধ অনেকেরই অস্বস্তির কারণ। মূলত দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়ার কারণে মুখে গন্ধে হয়। ফিটকিরি এই ব্যাকটেরিয়া দূর করতে সক্ষম। এক গ্লাস গরম পানিতে এক চিমটে লবণ আর ফিটকিরির গুঁড়া মেশান। মিশ্রণ ঠাণ্ডা হলে, তা দিয়ে কুলকুচি করুন। নিয়মিত ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাওয়ার আগে এভাবে কুলকুচি করতে পারলে মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার থেকে দ্রুত মুক্তি মিলবে।

ব্রণ প্রতিরোধ করে : মুখের ব্রণ প্রতিরোধে ফিটকিরি দারণ কাজ করে। এক চামচ মুলতানি মাটি, দুই চামচ ডিমের সাদা অংশ ও এক চামচ ফিটকিরির গুঁড়া দিয়ে প্যাক বানান। প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে অন্তত ৩ দিন এই মিশ্রণ মুখে মাখুন। দ্রুত উপকার মিলবে।

উকুননাশক হিসেবে : নানা কারণে মাথায় উকুন হতে পারে। এক্ষেত্রে ফিটকিরির গুঁড়া মেশানো পানিতে একটু চা গাছের তেল মেশান। এবার ১০ মিনিট ধরে মাথার ত্বকে (স্ক্যাল্পে) মাসাজ করুন। এরপর শ্যাম্পু করে নিন। উকুনের সমস্যা থেকে দ্রুতই মুক্তি মিলবে।

মুখের বয়সের দূর করতে : অনেক সময় ক্লান্তিতে বা অধিক পরিশ্রমে মুখে বয়সের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। মুখমণ্ডলের সতেজভাব ফিরিয়ে আনতে এক টুকরা ফিটকিরি পানিতে ভিজিয়ে মুখে ভালো করে ঘষুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার ক্রিম বা লোশন লাগিয়ে নিন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba