আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল করেছে ৭টি প্রতিষ্ঠান

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৭ Nov ২০২৩
  • / পঠিত : ১৯৮ বার

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল করেছে ৭টি প্রতিষ্ঠান

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ৭টি।

রোববার ২৬ নভেম্বর বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিকদের উদ্দেশ্যে এইচএসসি ফলাফল প্রকাশ কালে যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ^াস শাহিন আহম্মদ এই তথ্য জানান। ফেল করা প্রতিষ্ঠানের বিষয় ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক।

শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠান গুলি হচ্ছে, কুষ্টিয়া জেলার মিরপুর থানার এক,এম আইডিয়াল কলেজ থেকে ১ জন অংশ নিয়ে, খুলনা জেলার তেরখাদা উপজেলার শাপলা কলেজ থেকে ১জন অংশ নিয়ে,মাগুরা জেলার মাগুরা সদর থানার দক্ষিণ নওয়াপাড়া সম্মিলনী কলেজ থেকে ১০ জন অংশ নিয়ে, নড়াইল জেলার সদর থানার গোবরা মহিলা কলেজ থেকে ২জন অংশ নিয়ে,সাতক্ষীরা জেলার সদর থানার ইসলামী মহিলা কলেজ থেকে ৩জন অংশ নিয়ে, সাতক্ষীরা সদর থানার সাতক্ষীরা কমার্স কলেজ থেকে ২জন ও একই উপজেলার গোবার দাঁড়ি জরদিয়া স্কুল এন্ড কলেজ থেকে ২জন পরীক্ষার্থী অংশ নিয়ে অকৃতকার্য হন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba