আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

তৃতীয় দফায় ১৪ ইসরাইলি নাগরিককে মুক্তি দিলো হামাস

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৭ Nov ২০২৩
  • / পঠিত : ২৪৯ বার

তৃতীয় দফায় ১৪ ইসরাইলি নাগরিককে মুক্তি দিলো হামাস

ডেস্ক : তৃতীয় দফায় ১৪ ইসরাইলি ও ৩ বিদেশি নাগরিককে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির তৃতীয় দিন রোববার (২৬ নভেম্বর) রাতে ১৭ জনকে রেডক্রসের হাতে তুলে দেয়া হয়েছে। উভয় পক্ষই এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, রেডক্রসের কাছ থেকে পাওয়া তথ্য মতে, ১৪ ইসরাইলি ও তিন বিদেশি নাগরিককে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি নিশ্চিত করেছে মিশরের আল কাহেরা টিভিও। সংবাদমাধ্যমটি বলেছে, মিশরীয় নিরাপত্তা কর্মকর্তারা বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু করেছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চারদিনের যুদ্ধবিরতির একটি অন্যতম শর্ত ছিল বন্দিদের মুক্তি দেয়া। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির পর এ পর্যন্ত তিন দফায় বন্দি বিনিময় হলো।

আল জাজিরার এক প্রতিবেদন মতে, শুক্রবার যুদ্ধবিরতির প্রথম দিনে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ১৩ জন ইসরাইলি শিশু ও বৃদ্ধকে মুক্তি দেয়। অপরদিকে নারী-শিশুসহ ৩৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরাইল।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba