আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

রাবির সিঁড়ি থেকে ককটেল উদ্ধার

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৭ Nov ২০২৩
  • / পঠিত : ২০৪ বার

রাবির সিঁড়ি থেকে ককটেল উদ্ধার

ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ককটেল দুটি দেখতে পান কৃষি অনুষদ ভবনের দুই প্রহরী। পরে রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর বোম ডিস্পোজাল ইউনিট এসে ককটেল দুটি উদ্ধার করেন।

কৃষি অনুষদের প্রহরীর দায়িত্বে থাকা রাসেল হাসান বলেন, আমি পাঁচ মিনিট সময়ের জন্য অনুষদের পাশেই চা খেতে গিয়েছিলাম। এ সময় আরেক সহকর্মী ককটেল দেখতে পেয়ে আমাকে জানালে দুটি ককটেল দেখতে পাই। পরে সঙ্গে সঙ্গে আমি কৃষি অনুষদের ডীনকে বিষয়টি অবহিত করি। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানায়। তবে কে কারা এখানে ককটেল রেখেছেন এ বিষয়ে তারা কিছু দেখতে পায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমি বিষয়টি জেনে মতিহার থানার ওসিকে অবহিত করি এবং আমাদের প্রক্টরিয়াল টিমের সদস্যদের সেখানে পাঠানো হয়। এসময় শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। কে বা কারা করেছে এ বিষয়ে তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba