আজঃ শুক্রবার ২০-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে পিস্তল ম্যাগজিন ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২২ মে ২০২৩
  • / পঠিত : ১৮৫ বার

যশোরে পিস্তল ম্যাগজিন ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

শনিবার গভীর রাতে কোতয়ালি থানা পুলিশ শহরের ষষ্টিতলা পাড়াও রেলবাজারস্থ এলাকা থেকে একটি পিস্তল ম্যাগজিনসহ ও গুলিসহ মনিরুল ইসলাম নিরব (৩১) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় নিরব ও পলাতক নিশান হোসেনে বিরুদ্ধে কোতয়ালি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মনিরুল ইসলাম নিরব শহরের ষষ্টিতলাপাড়ার আব্দুল খালেকের ছেলে ও পলাতক নিশান হোসেন ষষ্টিতলা বসন্তকুমার রোডের ফরিদ উদ্দিন ওরফে ফরিদ নাইটগার্ডের ছেলে।

কোতয়ালি থানার, পুলিশ জানায়, বিস্ফোরক মামলার আসামী মনিরুল ইসলাম নিরবকে গ্রেফতারের জন্য শনিবার রাতে বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান ষষ্টিতলা পাড়া রেলবাজারস্থ জনৈক নুরুজ্জামানের বাড়ির সামনে মনিরুল ইসলাম ওরফে নিরবসহ তার সহযোগী অপর একজন ব্যক্তি অবস্থান করছে। রাত সোয়া ১০ টার পর রেলবাজারস্থ জনৈক নুরুজ্জামানের বাড়ির সামনে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মনিরুল ইসলাম ওরফে নিরব ও তার সহযোগী নিশান হোসেন দৌড়ে পালাানোর এক পর্যায়ে এলাকার কুকুর মনিরুল ইসলাম ওরফে নিরবকে কামড় দেয়। কুকুরের কামড়ে মনিরুল ইসলাম রাস্তায় পড়ে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় কৌশলে নিশান হোসেন দৌড়ে পালিয়ে যায়। পরে নিরবের কোমরে গোজা অবস্থায় একটি পিস্তল ও ম্যাগজিনসহ এক রাউন্ড গুলি উদ্ধার করে। মনিরুল ইসলাম ওরফে নিরব পুলিশকে জানিয়েছেন,নিশান হোসেন তাকে ডেকে ম্যানসেল নামে এক জনের অফিসে যাওয়ার সময় নিরবকে নিশান একটি পিস্তল বের করে দিয়ে তার কাছে কিছুক্ষণ রাখার কথা বলে। পুলিশ জানায় মনিরুল ইসলাম ওরফে নিরবের বিরুদ্ধে ঝিনাইদহ থানায়ও যশোর কোতয়ালি থানায় মাদক দাঙ্গা,দস্যুতা,সন্ত্রাসী,চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে। পলাতক আসামী নিশান হোসেনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদকসহ বিভিন্ন ধারায় ১৪টি মামলা রয়েছে। রোববার ২১ মে দুপুরে মনিরুল ইসলাম ওরফে নিরবকে যশোর আদালতের বিজ্ঞ বিচারকের সামনে হাজির করা হলে সে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। পলাতক আসামী নিশান হোসেনকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba