আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বাগেরহাটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২৯ Nov ২০২৩
  • / পঠিত : ২৬১ বার

বাগেরহাটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

: বাগেরহাটের রামপাল উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ফয়লা বাজার সংলগ্ন এলাকায় বাসটিতে হঠাৎ আগুন লাগে। আগুনে বাসের সব কটি আসন পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের রামপাল স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা খতিয়ে দেখছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

জানা যায়, রাত ৯টার দিকে হঠাৎ খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা বাজার-সংলগ্ন বাস স্টপেজের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে পার্শ্ববর্তী ফাঁড়ির পুলিশ সদস্য এবং রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে আগুনে বাসের সবগুলো আসনই পুড়ে যায়। পুড়ে যাওয়া বাসটির সামনে আরও বাস দাঁড়ানো থাকলেও তাতে আগুন লাগেনি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা আগুন নেভাতে শুরু করলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba