আজঃ মঙ্গলবার ২৬-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

শাহজালাল বিমানবন্দরে ১৪টি স্বর্ণের বারসহ যাত্রী আটক

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ৩০ Nov ২০২৩
  • / পঠিত : ১৮৮ বার

শাহজালাল বিমানবন্দরে ১৪টি স্বর্ণের বারসহ যাত্রী আটক

: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪টি স্বর্ণের বার (১৬২৪ গ্রাম) এবং ৯৭ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার সন্ধ্যায় বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক ফারহানা বেগম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ফারহানা বেগম বলেন, দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ সকাল সোয়া ৭টায় যাত্রী শাহজালাল বিমানবন্দরের মাধ্যমে স্বর্ণ চোরাচালান করতে পারে, এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার আভিযানিক দল তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক অবস্থান নেয়। পরে গিয়াস উদ্দিন নামের এক যাত্রীকে তল্লাশি ১৩টি স্বর্ণবার উদ্ধার করা হয়। 

পরে ওই যাত্রীর দেহ তল্লাশি করে আরও ১টি স্বর্ণবার ও ৯৭ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার পাওয়া যায়। আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার টাকা। অভিযুক্ত যাত্রীকে শুল্ক আইনে আটক করে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের ওই সহকারী পরিচালক।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba