আজঃ শুক্রবার ২০-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

হজযাত্রার প্রথম দিনেই ফ্লাইট মিস ১৪০ জনের

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২২ মে ২০২৩
  • / পঠিত : ১০৫ বার

হজযাত্রার প্রথম দিনেই ফ্লাইট মিস ১৪০ জনের

ডেস্ক : হজ ফ্লাইটের প্রথম দিনেই সৌদি আরব যেতে পারেননি ১৪০ জন যাত্রী।

রোববার (২১ মে) দুপুর ২টা ২০ মিনিটে বিমানের ফ্লাইটে তাদের সৌদি আরব যাওয়ার কথা থাকলেও, ভিসা না পাওয়ায় যাওয়া হয়নি।

তবে হজ অফিস বলছে, ভিসা পাওয়ামাত্র ওই ১৪০ হজযাত্রীকে অন্য ফ্লাইটে বিনা খরচে সৌদি আরব পাঠানো হবে।

জানা যায়, হজ ফ্লাইট শুরুর দিনে ১ হাজার ২৪৮ জন হজযাত্রী নিয়ে সৌদি আরব যায় প্রথম তিনটি ফ্লাইট। তবে বিপত্তি ঘটে চতুর্থ ফ্লাইটে। ৪১৭ জন যাত্রীর মধ্যে ভিসা আটকে যাওয়ায় সৌদি আরব যেতে পারেননি ১৪০ জন।

তাদের অভিযোগ, ট্রাভেল এজেন্সির গাফিলতির কারণে এ জটিলতা তৈরি হয়েছে। তারা এর জন্য জান্নাত ট্রাভেল এজেন্সির অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

ঘটনার বিষয়ে জানতে জান্নাত ট্রাভেল এজেন্সির মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

তবে এ বিষয়ে জানতে চাইলে হজ অফিসের পক্ষ থেকে এজেন্সির পক্ষেই সাফাই গাওয়া হয়েছে। তাদের দাবি, ১৪০ হজযাত্রীর ভিসা না পাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট এজেন্সির গাফিলতি নেই। ভিসা নির্ভর করে সৌদি আরবের ওপর। ভিসা পাওয়া সাপেক্ষে সবাইকে সৌদি পাঠানোর ব্যবস্থা করা হবে।

হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ভিসা পাওয়ামাত্রই ১৪০ জনকে অন্য ফ্লাইটে বিনা খরচে হজে পাঠানো হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba